নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের ২নং সাব-স্টেশনের ট্রান্সমিটারের তার চুরির সময় হাতেনাতে চোর শহরের রেলপাড়ার রুবেল (১৮) নামে এক যুবককে আটক করেছে ফার্মের লোকজন। গতকাল রোববার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। পরে আটক চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ফার্ম কর্র্র্র্তৃপক্ষ। জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফার্মের নিজস্ব ২নং সাব-স্টেশনের রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোর রেলপাড়ার চান্দুর ছেলে রুবেল। এসময় ভিতর থেকে দরজা বন্ধ করে ট্রান্স মিটারের মেইন সংযোগ বন্ধ করে দেয় সে। পরে ট্রান্সমিটারের মূল্যবান বেশ কিছু তার কেটে ফেলে। এদিকে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যাওয়াতে চুয়াডাঙ্গা ওজোপাডিকোকে ফোন দেয় ফার্ম কর্তৃপক্ষ। পরে ওজোপাডিকো থেকে কর্মকর্তা-কর্মচারীরা এসে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ করা। লোকজনের উপস্থিতি টের পেয়ে জানালার গ্রীল ভেঙ্গে পালানোর সময় তাকে তাড়িয়ে ধরে ফার্মের লোকজন। পরে আটক চোরকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ফার্ম কর্তৃপক্ষ। এসময় চোর রুবেল স্বীকার করে কলোনীপাড়ার আল আমিন ও মিনা তার সাথে জড়িত আছে। এঘটনায় চুয়াডাঙ্গা বিএডিসি’র সহকারী পরিচালক নাজমুল হাসান সুমন জানান, দীর্ঘক্ষণ সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ না পেয়ে চুয়াডাঙ্গা ওজোপাডিকোকে ফোন করা হয়। ওজোপাডিকোর লোকজন এসে দেখে দরজার তালা ভাঙ্গা ভিতর থেকে দরজা বন্ধ করা। এসময় চোর রুবেল জানালার গ্রীল ভেঙ্গো পালানোর সময় তাকে তাড়িয়ে ধরা হয়। রুমের ভিতর দেখা যায় ট্রান্সমিটারের সিলসহ অনেকগুলো মূল্যবান তার কেটেছে সে। পরে আটক চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।