মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাকপ্রতিবন্ধি শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে। বাকপ্রতিবন্ধি শিশুর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক।আজ বেলা সাড়ে ১০ টার দিকে কুড়ালগাছি মন্টুর মুরগির খামারে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
গ্রেফতার ধর্ষক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ানের কুড়ালগাছি গ্রামের বাগানপাড়ার আজগর আলির ছেলে আমির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে বাকপ্রতিবন্ধি শিশুসহ পাঁচ শিশু মিলে পাশের মন্টুর মুরগির খামারে খেলা করছিল। এসময় মুরগির খামরের শ্রমিক আমির হোসেন বাকপ্রতিবন্ধি শিশুকে জোর পূর্বক মুরগির খামারের দোতলায় নিয়ে যায়। সেখানে আমির হোসেন শিশুকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে বাকপ্রতিবন্ধি শিশু মুরগির খামারের দোতলা থেকে নিজেকে বাচানোর জন্য নিচে লাফ দেয়।
তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। পরে তার অবস্থার অবনতি হলে আবারও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ধর্ষিত শিশুর পিতা বাদী হয়ে দামুড়হুদা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণের সাথে জড়িত আমির হোসেনকে দুপুরে গ্রাম থেকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট হোসনে জারি তাহমিনা আখিঁ জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ। অনেক রক্তক্ষরণ হয়েছে। ছাদের উপর থেকে লাফ দেওয়ায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। শিশুটির মধ্য ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, ঘটনাটি দঃখজনক। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। মেয়েটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।