চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে নতুন করে ১৭ জন শনাক্ত, সুস্থ ১৫ জন

0
27

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৮ জনে। গতকাল আক্রান্ত ১৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন ও দামুড়হুদা উপজেলার ৩ জন রয়েছেন। নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৫ জন। আক্রান্তদের বয়স ৩১ থেকে ৫৫ বছরের মধ্যে।
জানা যায়, গতকাল বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলা সিভিল সার্জন অফিসে ২২ আগস্ট ও ২৪ আগস্ট তারিখের করোনা আক্রান্ত সন্দেহে প্রেরিত ৫৫টি নমুনার ফলাফল এসে পৌঁছায়। এর মধ্যে ১৭ জনের নমুনার ফলাফল করোনা পজিটিভ ও বাকি ৩৮ জনের নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলায় নতুন ১৫ জন সুস্থ হয়েছেন। সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ৯ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৬ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৭১ জন। করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৪৬ জনের নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২১ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ৬ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ৬ জনের ও জীবননগর উপজেলা থেকে ১৩ জনের নমুনাসহ সংগৃহীত ৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, জেলায় নতুন ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন ও দামুড়হুদা উপজেলর ৩ জন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৮৭৩টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৭০৯টি, পজিটিভ ১ হাজার ১৮৮ জন ও নেগেটিভ ৩ হাজার ৪৩১ জন। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ৯ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৬ জনসহ মোট ১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৬৭১ জন ও মৃত্যু ২৮ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪৪১ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪০ জন।