বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের ধাক্কায় ভারতীয় নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার র্দশনা বাসস্ট্যান্ডে আখর্ভতি ট্রাক্টরের চাপায় ভারতীয় এক নাগরিক নিহত হয়েছে।

নিহত ভারতীয় নাগরিক তপন বিস্বাস (৪২) ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গোলা থানার যুগবাড়িয়া গ্রামের অমর বিস্বাসের ছেলে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহতের পাসপোর্ট নং( জ ডে-৫২৪২৯০৬)।দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে দর্শনা বাসস্টান্ড থেকে একটি আখ বোঝায় ট্রাক্টর কেরু চিনিকলের দিকে যাচ্ছিলো। এমন সময় ভারতীয় নাগরিক তপন বিস্বাস রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাক্টরটি তাকে ধাক্কা দিলে সে পিছনের চাকায় পিষ্ট হয়।

খবর পেয়ে রাতইে তাকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে র্ভতি করা হয়। পরে শনিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) সুকুমার বিস্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Similar Articles

Advertismentspot_img

Most Popular