মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করেছে। রোববার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি আমবাগান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আমিরুল ইসলামের আমবাগানের ভেতরে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় দুনলা একটি অস্ত্র দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে থানায় নেয়।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এব্যাপরে তদন্ত চলছে।