বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান

নারী মাদকব্যবসায়ীসহ আটক ২ : ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মহিলা মাদকব্যবাসায়ীসহ দু’জন আটক হয়েছে। এসময় ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদেরকে মাদক মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গতকালই একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর মহিলা মাদকব্যবসায়ীকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দশমাইল দশমি এলাকা ও গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বেলগাছি মুসলিমপাড়া থেকে এদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুবক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল দশমি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঝিনাইদহের বংকিরা গ্রামের উসমান মন্ডলের ছেলে নাজমুল মন্ডল (২৪) নামে একজনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারি দল।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বেলগাছি মুসলিমপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আফছার আলীর স্ত্রী একাধিক মাদক মামলার আসামী মর্জিনা খাতুন (৫৫) নামে একজনকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকালই নাজমুলকে আদালতে প্রেরণ করা হয়েছ। আজ মর্জিনাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular