চুয়াডাঙ্গায় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বয়কট

0
8

দেশ বিরোধী চক্রান্ত, ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন ও শেখ হাসিনাকে ক্ষমতায় টিকয়ে রাখতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন সাংবাদিক ইলিয়াছ হোসাইন। ইউটিউব চ্যানেলে সাংবাদিক ইলিয়াছ হোসাইনের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর চুয়াডাঙ্গার জীবননগরে প্রথম আলো ও ডেইলি স্টার বয়কটের ডাক দিয়েছে সাধারণ মানুষ।

রবিবার বিকেলে জীবননগর হাসপাতাল গেট সংলগ্ন আখ সেন্টারের সামনে পত্রিকা দুটো পুড়িয়ে সকল পাঠকদের তা বয়কটের আহ্বান জানান বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

এ সময় তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টার দীর্ঘদিন দিন ধরে আওয়ামী লীগ ও ভারতের এজেন্ট হিসেবে কাজ করে আসছে।

বিক্ষুদ্ধ ছাত্র জনতা জানান, দেশে জুলাই-আগস্টের যে বিপ্লব হয়েছে তা মেনে নিতে পারেনি ডেইলি স্টার ও প্রথম আলো। তারা এখনো নেতিবাচক খবর প্রচার করে আবারও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তাদের মতে, ওয়ান ইলেভেনের মূল কারিগর ছিলো ডেইলি স্টার-প্রথম আলো। তাই এখনি পত্রিকা দুটো বয়কটের সঠিক সময়।

বিক্ষুদ্ধ ছাত্র জনতার অভিযোগ, পত্রিকা দুটো চরমভাবে ইসলাম বিদ্বেষী। এর আগেও তারা ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে অনেক প্রতিবেদন করে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কার্টুন করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালায়। পত্রিকা দুটো বয়কট করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার আহ্বান করেন তারা।