চুয়াডাঙ্গায় পুরুষের সাথে পুরুষের বিয়ে আটক-২

0
43

নিউজ ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন:

বিশ্বের বিভিন্ন দেশে পুরুষের সাথে পুরুষের বিয়ে হবার এমন ঘটনা মাঝে মাঝে দেখা যায়। খোদ বাংলাদেশেও এমনটা হবে হয়তো কেউ কল্প করতে পারেনি। তাই বিষয়টি বেশ তোলপাড় হয়েছে।

ঘটনাটি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের হরিহর নগর গ্রামে ২২ শে জুন শনিবার রাত ১১ টার দিকে সংগঠিত হয়। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানার পর হামলা চালায় ঐ যুবকের বাড়িতে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়ন হরিয়রনগর গ্রামে আব্দুল মজিদের পুত্র ২৫ বছর বয়সী এনায়েত উল্লাহ। একজন বিবাহিত পুরুষ সংসার জীবনে তার তিন বছরের কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের পুত্র ২৪ বছর বয়সী সবুজ এর সাথে এনায়েতুল্লাহর একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত দেড় মাস আগে তারা বিয়ে করে‌ বলে অভিযোগ ওঠে।

এদিকে এনায়েতুল্লাহর স্ত্রী বিষয়টি জেনে ফেলায় স্বামী এনায়েতুল্লাহর সাথে রাগারাগি করে তার বাবার বাড়ির কুশোডাঙ্গায় চলে আসে। এরপর এনায়েতুল্লাহ সবুজকে সঙ্গে করে নিয়ে হরিয়ানগর তার নিজ বাসায় নিয়ে আসে এবং রাতে অবস্থান করছিল। এরপর এনায়েতুল্লাহর স্ত্রী তার ভাই আলিম এবং গ্রামের মুরুব্বিদের নিয়ে তার শ্বশুর বাড়ি হরিয়াননগরে উপস্থিত হয় গ্রামবাসীদের সহযোগিতায় দুইজনকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দেয়া হয়। এরপর জীবননগর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এনায়েতুল্লাহ ও সবুজকে তারা আটক করে জীবননগর থানা হেফাজতে নয়।
এছাড়াও কুশোডাঙ্গা গ্রামবাসীরা বলেন, সবুজ পুরুষ হলেও সে মেয়েদের মতো করে চলাফেরা করে। বিভিন্ন বিয়ে বাড়ি তে নাচ গান করে বেড়ায়। এছাড়াও কয়েক বছর আগে তার একটি বিয়েও হয়। কিন্তু কিছু মাস পরে তার বউ তার ঘর ছেড়ে চলে যায়। এখন সে নাচ গান এবং পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক করা তার প্রধান কাজ।

এদিকে হরিয়রনগর গ্রামবাসীর পক্ষে জানানো হয়, ঘটনাটি বড় স্পর্শ কাতর কারণ এনায়েতুল্লাহর স্ত্রী ও এবং তিন বছরের সন্তান থাকা সত্ত্বেও কেন একজন পুরুষের সাথে সম্পর্ক করেছে সেটা তাদের জানা নেই। এছাড়াও তারা বলে সবুজের সাথে সম্পর্কের যের ধরে গত তিন মাস ধরে সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহারসহ মারধরের ঘটনা পর্যন্ত ঘটায়।

এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান জানান, ঘটনাটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ হরিয়রনগর উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেয়। সেই সাথে দুই যুবক কে চুয়াডাঙা জেলা যেতে প্রেরণ করা হয়েছে।