জুনিয়র রিপোর্টার:
চাকরি জাতীয়করণের দাবিতে ৫১৬টি সাব রেজিষ্ট্রি অফিসের সকল কর্মরত নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে জেলা ও সদর রেজিস্টার অফিসের নকল নবিশরা আমরণ অনশন কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান কর্মসূচিতে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ উপস্থিত রয়েছেন।
সারা দেশের ন্যায় বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন চুয়াডাঙ্গা সদর শাখার আয়োজনে একদফা দাবিতে এ কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে। ফলে বেকায়দায় পড়েছে সেবা নিতে আসা শত শত সেবা গ্রহীতা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করে আসছি। তারই অংশ হিসেবে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি রোববার থেকে শুরুর কথা জানান তারা। বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
আন্দোলনরত নেতৃবৃন্দ জানান, আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ উদ্দিনসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।