চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। তিনি বলেন, বিগত এক মাসে চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। রাজনৈতিক নেতৃত্ব ও ছাত্র প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে চুয়াডাঙ্গায় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। কোনো সরকারি প্রতিষ্ঠান আক্রান্ত হয়নি। গত জুলাই মাসে ১৪৮টি অপরাধ সংগঠিত হলেও আগস্ট মাসে ৮৮টি অপরাধ সংগঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মেজর সজিব, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মেজর আসিফ, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, এনএসআই-এর উপ-পরিচালক ইয়াসিন সোহাইল, আনসার অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা সাজ্জাৎ হাসান সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে বলেন, তত্ত্বাবধায়ককে অপসারণ করা হয়েছে। আমি নিজে তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছি। হাসপাতালের নানাবিধ সমস্যা সমাধানের চেষ্টা করছি।
সভায় বক্তারা বলেন, যানজটে নাকাল চুয়াডাঙ্গা শহরবাসী। বিশেষ করে বড় বাজার শহীদ হাসান চত্বর, একাডেমি মোড় ও হাসপাতাল সড়ক। দীর্ঘদিন ধরে এ সড়কগুলো যানজট লেগে থাকলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেয়া হয় না। হাসান চত্বর ও হাসপাতাল সড়কে দীর্ঘক্ষণ যাতে রাস্তায় গাড়ি পার্কিং করে রাখতে না পারে, সেটার বিষয়ে নজর দিতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্রাবাস দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। দ্রুত ছাত্রাবাসটি মেরামত করে খুলে দেওয়ার আহবান জানানো হয়।
আনসার অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম বলেন, যেসব আনসার সদস্য আন্দোলন-সংগ্রামে জড়িত ছিল, তাদেরকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। কিছু সদস্যকে বদলি করা হয়েছে। জেলা বিপণন কর্মকর্তা বলেন, বর্তমানে সবজি, তেল, মসলা ও মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। তবে সব ধরনের চালের দাম বেড়েছে।
সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জীবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিবুল আলম, জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, বিআরটিএ পরিদর্শক জামাল উদ্দিন, পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার, ব্যবসায়ী নেতা নাসির আহাদ জোয়ার্দ্দারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।