বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গা দীর্ঘ ভ্যাপসা গরমে পর স্বস্তিফিরেছে জনজীবনে।

নীলকণ্ঠ প্রতিবেদক  নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের পর স্বস্তি ফিরেছে জনজীবনে। আজ চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা (৩১° ডিগ্রী সেঃ) প্রবাহিত হচ্ছে, দীর্ঘ গরমের পর মুষলধারে বৃষ্টি হচ্ছে চুয়াডাঙ্গায় গত কয়েক মাস ধরে বৃষ্টির দেখা ছিল না এই জেলাতে ।

তীব্র গরমের পর এবার বৃষ্টি দেখা চুয়াডাঙ্গা জেলাসহ বিভিন্ন স্থানে, দেশর গণ্যমাধ্যমের শিরনাম ছিল চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা তার প্রভাব পড়েছে চাকরি জীবিসহ খেটে খাওয়া মানুষের।

রিক্সা চালক মোঃ আনারুল ইসলাম বলেন আমাদের জীবনে এত গরম দেখিনি এই গরমে আমরা ভাড়া ঠিক মতো হয়নি বাজার করতে পারেনি, এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে মনে হচ্ছে একটু স্বস্তি নেমেছে আমাদের ভাড়াও আগের মতো হচ্ছে। আল্লাহ কাছে দোয় করি যানও আমাদের জেলার আবহাওয়া এরাকমই থাকে।

আবহাওয়া অফিসের তথ্য মতো এই জেলাতেই এখনও ২ দিন বৃষ্টির আশংকা আছে, তারা আরও জানান দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলাতে এখন কয়েকদিন বৃষ্টির আবাশ আছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular