চুয়াডাঙ্গা কুতুবপুরের পৃথকভাবে  জীবনার মাঠে থেকে  অবৈধভাবে মাটি উত্তোলনের সময়ে মোবাইল কোর্ট পরিচালনায় ৪টি ট্রাক্টর ১টি ভেকুগাড়ি জব্দ 

0
1
রানা আহম্মেদ (সরোজগঞ্জ  প্রতিনিধি)

চুয়াডাঙ্গার কুতুবপুরের জীবনা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের সময়ে মোবাইল কোর্ট পরিচালনায় ৪টি ট্রাক্টর ১টি ভেকুগাড়ি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে  চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে,  এসময়ে অভিযানটি পরিচালনাকালে অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা দৌড়ে পালালে,তবে  ঘটনাস্থলে থেকে ৪টি ট্রাক্টর ও ১টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। জব্দকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার৷ এম  সাইফুল্লাহ।
  এ অভিযানটি পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার (ভূমি),  আশিক মুনতাজ এবং সদর থানার ও আনসার বাহিনীর দুইটি পৃথক চৌকস টিম সম্পূর্ণ অভিযানে সহায়তা প্রদান করে। সহযোগিতায় ছিলেন সিন্দূরিয়া ক্যাম্পের ইনচার্জ  শাহিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন।
এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীদের বিশেষ ভাবে অবগতির জন্য  যানিয়েছে বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সরকারি কিংবা ব্যক্তিগত যে কোন স্থান থেকেই মাটি বা বালি উত্তোলন দণ্ডনীয় অপরাধ। যার শাস্তি বিধানে অনুযায়ী  ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা অথবা কারাদণ্ড অথবা উভয় দন্ড হতে পারে।

 Save as PDF