চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১

0
40
মোঃ সুমন আলী খাঁন,  হবিগঞ্জ প্রতিনিধি: : হবিগঞ্জ জেলার  চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের চামলতলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিদ মিয়া নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এঘটনাটি ঘটে। জানাযায়, উপজেলার চামলতলী গ্রামে কাছুম আলীর ছেলে সহিদ মিয়া তার পার্শ্ববর্তী বাড়ীর ছুরি মাঈনুদ্দীনের চালতা গাছে চালতা পাড়তে গেলে মাঈনুদ্দীন এতে বাধা দেয়। এ নিয়ে মাঈনুদ্দীন ও কাছুম আলীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মাঈনুদ্দীন তার কাছে থাকা ছু  দিয়ে কাছুম আলী ও তার ছেলে সহিদ মিয়াকে ঘা দিলে সহিদ মিয়া ও তার ছেলে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।