নিউজ ডেস্ক:
চীনের জেজিয়াং প্রদেশের তিয়ানতাই শহরের একটি ম্যাসাজ পার্লারের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিনহুয়া। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
জানা যায়, দেশটির স্থানীয় একটি ম্যাসাজ পার্লারে রবিবার লোকজনের ভিড়ের মাঝে হঠাৎ আগুন ধরে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়াতে অনেকেই বেরিয়ে আসতে পারেনি। ঘটনার পর উদ্ধার কাজে স্থানীয়রা এগিয়ে আসেন। অগ্নিকাণ্ডের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে পৌঁছে দেশটির দমকল বাহিনী। পরে ম্যাসাজ পার্লার থেকে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়।