চীনা নারীর নাম ‘চিং চং’ লেখায় ওয়েটারকে চাকরিচ্যুত !

0
30

নিউজ ডেস্ক:

বর্ণবিদ্বেষ মূলক আচরণের জন্য চাকরি খোয়ালেন নিউইয়র্কের ‘কর্নেস্টোন কাফে’র এক ওয়েটার। খাবারের বিলে এক চীনা নারীর নিজের নামের পরিবর্তে ‘চিং চং’ লেখাতেই এই শাস্তি পেতে হল তাকে।

কাফের ম্যানেজার রোক্কো দুঃখপ্রকাশ করে বলেছেন, “এমন একটা কাজ করে ফেলায় ওই ওয়েটারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া ছাড়া আমার আর অন্য কোনও উপায় ছিল না”।

বিদ্বেষমূলক এই ঘটনার শিকার সেই নারীর পরিচিত জনৈক জিগ্গি চাও ফেসবুকে সেই বিলটির ছবি আপলোড করার পরই সাড়া পড়ে যায়। কাফেটির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জনমতও গড়ে উঠতে শুরু করে। আর এতেই আশঙ্কিত হয়ে ‘কর্নেস্টোন কাফে’ কর্তৃপক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেয়।

কর্তৃপক্ষ আরও জানায়, তাদের জীবিকা এই কাফে ব্যবসার উপর নীর্ভরশীল। তাই কোনও একজনের ‘অসভ্য আচরণে’র জন্য সকলের জীবিকা অনিশ্চিত যাতে না হয়। তাই পদক্ষেপ হিসেবে সেই ওয়েটারকে চাকরিচ্যুত করে।