নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বিশ্বকে উত্তপ্ত করে যুদ্ধের জন্য মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে চীন ও ভারত। এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা ধরনের পরিকল্পনা।
আর তারই জের ধরে চীনকে লক্ষ্য করে গড়ে তোলা হচ্ছে ভারতের স্ট্র্যাটেজিক পরমাণু কর্মসূচি। আগে এই কর্মসূচি পাকিস্তানকে লক্ষ্য করে গড়ে তোলা হলেও এখন এর লক্ষ্য হয়ে উঠেছে চীন। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে এক সংবাদমাধ্যমে।
প্রকাশিত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়াশিংটনের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস বা এফএএসের বিশেষজ্ঞ হ্যানস এম. ক্রিসটেনসেন এবং রবার্ট এস নোরিস এক গবেষণার রিপোর্টে এমনটাই জানিয়েছেন। তাতে বলা হয়েছে, ১৯৮৭ সাল থেকে এই দুই গবেষক নিউক্লিয়ার নোটবুক প্রকাশ করছেন। কেউ কেউ বলেন, পরমাণু এবং অস্ত্র সংক্রান্ত বিষয়ে তাদের এসব নোটবুককে সবচেয়ে নির্ভরযোগ্য বলে গণ্য করা হয়।
ভারতীয় পরমাণু বাহিনী সম্পর্কে চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছেন, চীনের সব জায়গায় আঘাত হানার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘাঁটি করা হবে। তাদের হিসাব অনুসারে, ভারতে প্লুটোনিয়াম উৎপাদন যা হয় তা দিয়ে দেড়শ থেকে দু’শ পরমাণু বোমা তৈরি সম্ভব। এখন পর্যন্ত ভারত ১২০ থেকে ১৩০টি পরমাণু বোমা তৈরির কাজ শেষ করেছে। ভারতের পরমাণু উপাদান উৎপাদনের সক্ষমতা নাটকীয়ভাবে বাড়ছে বলেও উল্লেখ করেন তারা।