বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

চিলিকে আটকে দিয়ে আর্জেন্টিনার সঙ্গী হলো কানাডা

আন্তর্জাতিক ডেক্সঃ

এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলা। দ্বিধা ছিল তাদের সঙ্গী হবে কোন দল এ নিয়ে। ‘এ’ গ্রুপ থেকে আলবিসেলেস্তেদের সঙ্গে যাচ্ছে কানাডা।

ইন্টারকো স্টেডিয়ামে রবিবার সকালে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে চিলির মুখোমুখি হয় তারা। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আগে থেকেই তিন পয়েন্ট ছিল কানাডার, তারা এ ম্যাচ ড্র করে আরও এক পয়েন্ট পায়। আর দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে বিদায় নেয় চিলি।

এ ম্যাচ খেলতে নামার আগে জয়ের বিকল্প ছিল না চিলির সামনে। তাদের কাজটা আরও কঠিন হয়ে যায় ২৭ মিনিটে গিয়ে রিচি লারওয়ে লাল কার্ড দেখলে। বাকি সময়টা তারা খেলেছে দশ জনের দল নিয়েই।

দুই দলের গোলরক্ষকই এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল আরাইস ঠেকিয়ে দেন স্টিফেন আসটাকি ও তাজোন বুচানামের শট। অ্যালেক্সিস সানচেজের শট দারুণভাবে আটকে দেন ম্যাক্সিম ক্রেপেউ।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য একবার বল জালে জড়িয়েছিল কানাডা। কিন্তু তানি ওলুওয়াইয়ের গোল বাতিল হয়ে যায় অফ সাইডে। গোলমুখে তিনটি শট নেয় কানাডা, চিলি নিতে পেরেছে চারটি। বল দখলে অবশ্য এগিয়ে ছিল কানাডা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular