বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চিন্তিত কিম, যুদ্ধের আবহে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের !

নিউজ ডেস্ক:

ঘরের কাছে কোরীয় উপসাগরে মার্কিন নৌবহর। এরই মধ্যে আফগানিস্তানে ভয়াবহ মার্কিন বোমা হামলায় চিন্তিত উত্তর কোরিয়ার শীর্ষ র্বময় শাসক কিম জন উন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধের আবহ আঁচ করে রাজধানী পিয়ং ইয়ং সিটি থেকে সবাইকে দূরবর্তী স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

শনিবার দাদা তথা দেশের প্রথম একনায়ক শাসক কিম ইল সুংয়ের ১০৫তম জন্মদিন। যুদ্ধের আবহে দিনটিকে স্মরণ করে রাখতে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটাতে পারেন কিম জং উন। আবার কোরীয় উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে আক্রমণ চালানো হতে পারে। এমনই আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। মনে করা হচ্ছে, আফগানিস্তানের মাটিতে বিস্ফোরণ তারই ইঙ্গিত।

কোনো রকম হামলা হলে ভয়ঙ্কর প্রত্যাঘাত করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই হুমকি দিয়েছেন কিম জং উন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, আমেরিকার বিরুদ্ধে পরমাণু হামলা করতে দ্বিধা করবেন না কিম ।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular