চার দিন জেল খাটল ‘অপরাধী’ ৮ গাধা!

0
87

নিউজ ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের জালউন জেলার ঘটনা এটি। অপরাধ করলে জেলে তো যেতেই হবে।
তাইতো কয়েকদিনের পুলিশি হেফাজতে রাত কাটিয়ে সোমবার মুক্তি পেল ‘অপরাধী’ গাধার দল। দামী গাছ নষ্ট করে দিয়েছে। মানুষ নয়, গাছ নষ্ট করেছে গাধারা। সেই অপরাধে আট ‘অপরাধী’ গাধাকে আটক করে পুলিশ। চারদিনের পুলিশি হেফাজতে কাটিয়ে শেষে মুক্তি দেওয়া হয় তাদের।

কিছুদিন আগে জেলার এক সংশোধনাগার চত্বরে দামী গাছ লাগান পুলিশের শীর্ষ কর্মকর্তরা। যার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। কিন্তু গত সপ্তাহে একদল গাধা সেই দামী গাছ খেয়ে নেয়। কিছু গাছ তারা নষ্ট করে দেয়।
এরপরই তাদের উপর নেমে আসে শাস্তির খাঁড়া।

সংবাদসংস্থা এএনআইকে দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, গাধার মালিককে অনেক বার সাবধান করে দেওয়া হয়েছিল যেন তাদের এভাবে খোলা ছেড়ে না দেওয়া হয়। কিন্তু তিনি বিশেষ আমল দেননি। তাই আটটি গাধাকে আটক করে রাখা হয়।