চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্ট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মো. ফানু (৪৫) ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু। তারা শ্রমিকের কাজ করতেন।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কানসাট বাজার থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক নিয়ে দাইপুকুয়িা ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিল শ্রমিক ফানু ও আব্দুর রাজ্জাক।
পথিমধ্যে সোনাপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান তারা।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।