চা-কফির দাগ দূর করার উপায় !

0
35

নিউজ ডেস্ক:

চা-কফি পান করতে গিয়ে মাঝে মাঝে বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়া অস্বাভাবিক কিছু নয়। চা বা কফির কাপে চুমুক দিতে গিয়ে হঠাৎ নিজের পরিধেয় কাপড়ে কয়েক ফোটা চা বা কফি পড়ে গেলো এরকম অভিজ্ঞতা আমাদের কমবেশি হয়তো সবারই আছে।
এতে করে সুন্দর পেন্ট বা শার্টটি একটু দেখতে বিশ্রীই লাগে। দাগ কীভাবে দূর করা যায় তা নিয়ে আমরা একটু টেনশনেই পড়ে যাই। নিচে চা বা কফির দাগ দূর করার উপায় নিয়েই আলোচনা করা হলো :

১. লবণ বা কৃত্রিম সুইটনার : মোটামুটি নামীদামি ক্যাফেটরিয়া বা চা, কফির দোকানে এই দুটি উপাদান রাখতে দেখা যায়। দ্রুত দাগ দূর করতে এর যেকোনোটি ব্যবহার করলেই চলে। চা বা কফির দাগ দূর করতে এ দুটি উপাদান যেভাবে ব্যবহার করতে হয়- কয়েক মিনিট ধরে এগুলো দাগের ওপর রাখুন। তারপর তা মুছে ফেলুন।

২. বেবি ট্যালকম পাউডার: এর বহু ব্যবহারিক দিক রয়েছে। চুল থেকে অতিরিক্ত তেল দূর করতে শুষ্ক শ্যাম্পু হিসেবেও এটি ব্যবহার করা যায়। এছাড়া চা বা কফির দাগ দূর করতেও এটি দারুণ কার্যকর। এজন্য আপনাকে দাগের ওপর তা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর তা ব্রাশ করলেই উঠে যাবে।

৩. স্টেইন পেন: যদি আপনি খুবই কফি বা চাপ্রেমী হন তাহলে অবশ্যই তা আপনাকে সবসময় সঙ্গে রাখতে হবে। আর পোশাকে চা বা কফির দাগ পড়ে গেলে এই পেনের পেছনে লেখা নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করুন। এতে একগুঁয়ে দাগ উঠে যেতে বাধ্য।

৪. বেবি উইপস: এটি মুখ পরিষ্কার রাখার পাশাপাশি দাগ দূর করতেও অগ্রণী ভূমিকা পালন করে। চা বা কফির দাগ দূর করতে এটি সর্বোত্তম পদ্ধতিও বটে।