চলে গেলেন শাইখুল হাদিস আল্লামা আবদুল হক আজমি !

0
57

নিউজ ডেস্ক:

বিশ্ববরেণ্য হাদিসবিশারদ ও উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হজরত আল্লামা আবদুল হক আজমি আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৭টার দিকে তিনি উত্তরপ্রদেশের ডিকে জৈন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এরপর স্থানীয় সময় শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে দারুল উলুম দেওবন্দে নবীজি (সা.)-এর বৃত্তরেখার ঐতিহাসিক নির্মাণ নওদারা-মাঠে তার সালাতুল জানাযা অনুষ্ঠিত হয়৷ দেওবন্দের ঐতিহাসিক কাসেমি কবরস্থানে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় তার দাফনকার্য সম্পন্ন হয়৷

মৃত্যুকালে আল্লামা আজমির বয়স হয়েছিলো ৮২ বছর। ১৯৩৬ সালে উত্তরপ্রদেশের আজমগড়ে জন্মগ্রহণ করেন তিনি।   পড়াশোনা শেষে দারুল উলুম দেওবন্দে অধ্যাপনায় জড়িত হওয়ার পর গত ৩৫ বছর ধরে তিনি গড়েছেন বহু ছাত্র। দিয়েছেন বিখ্যাত হাদিসগ্রন্থ বোখারি শরিফের দরস।

হজরত আজমি ছিলেন হাদিসশাস্ত্রের পৃথিবীখ্যাত অন্যতম একজন বিদ্যান গুরু৷ উপমহাদেশ ছাড়িয়ে আরব-আমিরাতসহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ধর্মীয় বিশেষ কর্ম-দীক্ষা৷ তার মৃত্যুতে সারা পৃথিবীর ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া৷