নিউজ ডেস্ক:
চলন্ত উড়োজাহাজে জন্ম নিল এক শিশু, আর উপহার হিসেবে তাকে দেওয়া হল সারাজীবনের ফ্রি টিকিট সুবিধা।
গত রবিবার দুপুর ৩টার দিকে সৌদি আরবের দামাম থেকে ভারতের কোচির উদ্দেশে রওনা দিয়েছিল জেট এয়ারওয়েজ-এর বোয়িং ৯ ডব্লুউ ৫৬৯ উড়োজাহাজটি। আরব সাগরের উপর দিয়ে আসার সময় হঠাৎই মাঝ আকাশে ‘প্রি-ম্যাচিউর লেবার পেইন’ শুরু হয় এক নারীর। তাৎক্ষণিক উড়োজাহাজের ক্রু মেম্বাররা খবরটি মাইকে ঘোষণা করেন। সফররত যাত্রীদের মধ্যে একজন নার্স ছিলেন। তিনিই ওই নারীকে সাহায্য করতে এগিয়ে আসেন।
তবে ততক্ষণে জরুরি অবতরণের জন্য যোগাযোগও সম্পন্ন। কোচির বদলে মুম্বাইয়ের বিমানবন্দরে নামানো হয় উড়োজাহাজটি। মা ও শিশুকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরাও জানান, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।
সাধারণত ৩৬ সপ্তাহের বেশি হলে গর্ভবতী নারীদের উড়োজাহাজে ওঠার অনুমতি দেয় না এয়ার লাইন্সগুলো। এই মহিলা কত মাসের গর্ভবতী ছিলেন তা অবশ্য জানা যায়নি। বিমানে শিশুর জন্ম হলে অনেক সময় তাকে বিনামূল্যের বিমান যাত্রার পরিষেবা দেয় কর্তৃপক্ষ। কখনও বিশেষ ছাড়ের কথাও ঘোষণা করা হয়। তবে এ সংক্রান্ত কোনও নির্দিষ্ট নিয়ম নেই।
জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ গণমাধ্যমে জানিয়েছে, তাদের উড়োজাহাজে সন্তান জন্মানোর ঘটনা এই প্রথম। তাই ওই শিশুর প্রথম জন্মদিনের উপহার হিসাবে তাকে সারা জীবনের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সূত্র: ফক্স নিউজ