বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চট্টগ্রামে ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ !

নিউজ ডেস্ক:

সদ্য ঘোষিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ‘সততা স্টোর’। গতকাল শনিবার সকালে একযোগে এসব দোকান উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধাচার আত্মস্থ করানোর অংশ হিসেবেই এই ‘সততা স্টোর’। দেশের কোনও ‍উপজেলায় প্রথমবারের মতো একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়েই এ রকম দোকান স্থাপন করা হলো।

শনিবার সকালে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব দোকান উদ্বোধন করেন। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উদ্দিন মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিদকার, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফল কবির চন্দন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উদ্দিন মুরাদ বলেন, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। আগামী সপ্তাহে উপজেলার সব উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়েও ‘সততা স্টোর’ চালু করা হবে।

‘সততা স্টোর’ থেকে পণ্য কিনে শিক্ষার্থীরা সংরক্ষিত নির্দিষ্ট বাক্সে টাকা জমা দিবে। ‘সততা স্টোরে’ শিক্ষার্থীদের বিবেকই হবে দোকানদার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular