চট্টগ্রামে সাত হাজার ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার !

0
24

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে সাত হাজার পিস ইয়াবাসহ কালাম (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা ‍পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা বিক্রি করতে আসলে নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ন কবির বলেন, কক্সবাজার থেকে এসে বোয়ালখালী দিয়ে কালুরঘাট সেতু পার হয়ে কালাম নগরীতে ঢুকে। পরে বাস টার্মিনালের ভেতরে ফলের দোকানের সামনে ইয়াবাগুলো নিয়ে ‍কালাম অপেক্ষা করছিল। ইয়াবাগুলো তার কাছ থেকে একজনের কিনে নিয়ে যাবার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে কালামকে আটক করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার কালামের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান হুমায়ন কবির।