নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামে পদপিষ্ট হয়ে নিহত ১০ ব্যক্তির পরিবারবর্গকে আর্থিক সহায়তা দিয়েছেন।
ওই দিন বিকেলে এখানে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)’র সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১০ ব্যক্তি নিহত ও ৫০ জন আহত হন।
প্রধানমন্ত্রী ওই দিন পদপিষ্ট হয়ে নিহত ১০ ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে এখানে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এ চেক হস্তান্তর করেন। এ সময় তিনি তাদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)’র মিডশিপমেন্ট-২০১৫ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও)-২০১৭/বি ব্যাচের পাসিং আউট উপলক্ষে একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রেসিডেন্ট প্যারেড-২০১৭-তে যোগ দিতে রোববার সকালে এখানে আগমন করেন।