বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চট্টগ্রামে গাঁজাসহ ২ যুবক আটক !

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল। আজ সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কুমিল্লার তিতাস উপজেলার চর রাজাপুরের মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইয়াসিন (৩৪) ও কুসুমবাগ আবাসিক এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. মেহেদি (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) জিল্লুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ইয়াসিনের কাছে ৯ কেজি ও মেহেদির কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলশী থানার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular