বিপ্লব নাথ (চট্টগ্রাম): চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ শোয়াইব(১২) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মিয়ানমানেরর সড়ক দুর্ঘটনায় আহত ওই শিশুকে চমেকে আনা হলে বুধবার (৩০ আগষ্ট) দিবাগত রাত একটার দিকে শিশুটি মারা যায়।
সূত্রে জানা যায়, শোয়াইব মিয়ানমারের মংডুর সোহানী ক্যাম্প এলাকায় এনায়েথ উল্লাহর ছেলে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে স্বজনদের মাধ্যমে শিশুটিকে বাংলাদেশে প্রবেশ করে।
কর্তব্যরত এক এএসআই জানান, মিয়ানমারের সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে রাতে কক্সবাজার থেকে মুমূর্ষু অবস্থায় চমেক আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।