বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঘনিষ্ঠতায় নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন সিদ্ধার্থ-জ্যাকুলিন !

নিউজ ডেস্ক:

বলিউড মুক্তির অপেক্ষায় রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ছবি ‘এ জেন্টলম্যান’। ‘ব্যাং ব্যাং’ ছবির এই সিক্যুয়েলে সিদ্ধার্থকে দেখা যাবে অ্যাকশন হিরো হিসেবে।

যেখানে তাঁর বিপরীতে জ্যাকুলিন রয়েছেন সেক্সি লুকে। আগেই প্রকাশ করা হয়েছে ছবির ট্রেলার। এবার মুক্তি পেল ছবির একটি গান ‘বন্দুক মেরি ল্যায়লা’।

এতে সিদ্ধার্থের অ্যাকশনের পাশাপাশি জ্যাকুলিনের সঙ্গে তার রয়েছে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও। যদিও গানের সঙ্গে ছবির সামঞ্জস্য প্রায় নেই বললেই চলে। এই গানের বিশেষত্ব, গানের একটি অংশ গেয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আসলে এই গানটি গেয়েছেন অ্যাশ কিং, সেখানেই একটা বিশেষ অংশ ব়্যাপ করেছেন সিদ্ধার্থ ও রাফতার। শচীন জিগরের সুরে এই গানের কথা লিখেছেন বায়ু। এটি মূলত একটি পাঞ্জাবী পপ সং।

ভারতীয় গণমাধ্যমে খবর, ট্রেলার আর গানেই ঝড় তুলেছেন সিদ্ধার্থ-জ্যাকুলিন। ছবি যে অ্যাকশন আর রোমান্সে ভরপুর হবে, এই গান তারই আভাস। চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পেতে চলেছে ‘এ জেন্টলম্যান’।

Similar Articles

Advertismentspot_img

Most Popular