মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী

রাজধানী ঢাকা আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে, যার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে দেখা গেছে। তবে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় শীতের তীব্রতা অন্যান্য দিনের তুলনায় কম অনুভূত হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, এবং যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা শহর ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। গত কয়েকদিনে রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে, ফলে শীতের অনুভূতি অনেকটাই কমেছে।

সরেজমিনে দেখা গেছে, হালকা শীতের সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের আলোতে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular