আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা শহর ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। গত কয়েকদিনে রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে, ফলে শীতের অনুভূতি অনেকটাই কমেছে।
সরেজমিনে দেখা গেছে, হালকা শীতের সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের আলোতে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।