নিউজ ডেস্ক:
মাটির উপরে চলা বিশ্বের দ্রুততম গাড়ি আবিষ্কারের কৃতিত্ব দাবি করল Bloodhound SSC। সম্প্রতি লন্ডনের ক্যানারি হোয়ারফে জনসাধারণের সামনে পেন্সিল আকৃতিবিশিষ্ট একটি গাড়ি আত্মপ্রকাশ করেছে Bloodhound Supersonic।
সংস্থার দাবি, গত আট বছরের নিরন্তর গবেষণার ফলাফল এই নতুন গাড়ি। বুলেটের থেকেও তীব্র গতিতে ছুটবে এই গাড়ি। ফাইটার জেট ও রকেটের জ্বালানি ব্যবহার করে এই গাড়ি ফর্মুলা ওয়ানের অন্তত সাতগুণ জোরে ছুটতে পারবে। গাড়িটি টেস্ট ড্রাইভের সময়ই গিনেস বুকে নাম তুলে ফেলেছে।
আগামী বছরের অক্টোবর মাসে খোলা আকাশের নিচে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন গাড়ির নির্মাতারা। যার জন্য দক্ষিণ আফ্রিকায় তৈরি করা হচ্ছে ১২ মাইল লম্বা বিশেষ ট্র্যাক। ২০১৭ সালে গাড়িটি শেষ পরীক্ষায় দৌড়াবে যেখানে এর সর্ব্বোচ্চ গতিবেগ ১০০০ মাইল প্রতি ঘণ্টায় ছুটবে বলে আশা করা হচ্ছে।
এখন প্রশ্ন জাগতে পারে, এই গাড়িটি চালাবেন কে? গাড়িটি চালাবেন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ফাইটার জেটের চালক অ্যান্ডি গ্রিন। চালকের নিরাপত্তার জন্য গাড়িটিতে রয়েছে তিনটি ব্রেকিং সিস্টেম ও সাতটি অগ্নি নির্বাপক যন্ত্র।