গ্রিনকার্ড আবেদনকারীদের করোনা টিকার প্রমাণ জমা দেওয়া লাগবে না

0
5

যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ড) হতে ইচ্ছুক আবেদনকারীদের আর কোভিড ১৯ ভ্যাকসিনের প্রমাণ জমা দেওয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ঘোষণা করেছে, ‘স্থায়ী বাসিন্দার আবেদনকারীদের জন্য কোভিড ভ্যাকসিন সম্পর্কিত যেকোনো প্রমাণ জমা দেওয়ার বিষয়টি এখন বাতিল করা হয়েছে।’

এই পরিবর্তনটি ট্রাম্প প্রশাসনের সময়ে ঘোষিত হলেও, এখনও কার্যকর রয়েছে। এর ফলে, গ্রিন কার্ডের জন্য আবেদনকারী বিদেশিদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের নথি সরবরাহের বাধ্যবাধকতা আর থাকলো না।

এদিকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরানোর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, উভয় দেশ মিলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১৮ হাজার ভারতীয় নাগরিককে চিহ্নিত করেছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। -বিবিসি