গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল হান্নান চৌধুরী

0
5

গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়য়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী।

সোমবার (৩ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এর ধারা অনুযায়ী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ড. আবদুল হান্নান চৌধুরী তার যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরকে অবহিত করা হয়েছে।