বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সিফাত রানা (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের আয়োজনে (৬ জানুয়ারি সোমবার) বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে ও উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতের সিনিয়র নায়েবে (সাবেক) এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও এম.পি পদপ্রার্থী চাঁপাইনবাবগঞ্জ- ২আসনের ড. মুঃ মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুজার গিফারী, অধ্যাপক আবু বকর, অধ্যাপক ইয়াহিয়া খালেদ, ডাক্তার মুহাঃ শহীদুল্লাহ, গোলাম কবির, অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অধ্যাপক শাহ আলম প্রমূখ। মিজানুর রহমান বলেন, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে; কিন্তু বাংলাদেশের তেমন কোন পরিবর্তন হয় নাই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular