গুলশানের হলি আর্টিজান জঙ্গি হামলার মামলার তদন্ত শেষ দিকে: স্বরাষ্ট্রমন্ত্রী !

0
24

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার তদন্ত শেষ দিকে। তবে একটি নির্ভুল তদন্ত প্রতিবেদন তৈরি করতে সময় লাগছে।

গতকাল শুক্রবার গুলিস্তানে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নে  তিনিএ কথা বলেন।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হলি আর্টিজান মামলার তদন্ত চলছে। নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে তদন্ত সংশ্লিষ্টরা কাজ করছেন। তদন্ত শেষের দিকে। এ হামলার অধিকাংশ আসামি ধরা পড়েছে। অন্যতম পরিকল্পনাকারী রাশেদকে শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার করা হয়। অনেকেই আবার অভিযানে মারা গেছে।

সাংবাদিকদের অপর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনূস সেন্টার থেকে এমন সময় অনুষ্ঠানের কথা বলেছে যখন পুলিশের কিছু করার ছিল না। কেননা এ ধরনের অনুষ্ঠানের নিরাপত্তার প্রস্তুতি নিতে সময় দিতে হয়, যেটি কর্তৃপক্ষ করেননি। পুলিশ অনুমতি দেবে না তা ঠিক না।