বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গাজীপুরে ঝুটের আট গুদাম ভস্মীভূত !

নিউজ ডেস্ক:

গাজীপুরে ঝুটের আটটি গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় আব্দুল হালিমের ঝুটের গুদামের অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী তার তিনটিসহ আইয়ুব আলীর দুইটি, হারুন মিয়ার একটি, আলাল মিয়ার একটি এবং দুলাল মিয়ার একটি গুদামে ছড়িয়ে পড়ে।

পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দমকলকর্মী প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আখতারুজ্জামান জানান, শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় আব্দুল হালিমের ঝুটের গুদামের অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মী ও এলাকাবাসী মিলে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ওইসব গুদামে থাকা ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular