যুদ্ধবিদ্ধস্ত গাজার মানুষেরা গড়ে প্রতিদিন মাত্র এক বেলা খাবার খাচ্ছেন। ১৫টি সাহায্য সংস্থার একটি গ্রুপের যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। অবরুদ্ধ গাজায় প্রয়োজনীয় খাদ্য সহায়তার ৮৩% ইসরায়েলের বাঁধায় পৌছাতে পারছে না বলে জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে সংস্থাগুলি আরও বলেছে, ২০২৩ সালের তূলনায় খাদ্য সহায়তায় ইসরায়েলের বাঁধার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২০২৩ সালে মাত্র ৩৪% খাদ্য সহায়তার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছিল, সেখানে ২০২৪ সালে খাদ্য সহায়তায় বাধা দেওয়ার হার ৮৩%।
প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্ক (পিএনজিও) এর পরিচালক আমজাদ আল শাওয়া বিবৃতিতে বলেছেন, গাজার জনসংখ্যার ১০০% এখন সাহায্যের উপর নির্ভরশীল। দ্রুত খাদ্য সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বিবৃতি প্রকাশকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে সেভ দ্য চিলড্রেন, অ্যাকশনএইড, ক্রিশ্চিয়ান এইড এবং ইসলামিক রিলিফ। সূত্র: আল জাজিরা