নিউজ ডেস্ক:
মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ০৩ মে ॥ মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গ সেন্টার পাড়ার ঝন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বুধবার মধ্যরাতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই সায়েমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা পুলিশের এসআই সায়েম জনান, গোপন সংবাদে ভিক্তিতে গাংনী উপজেলার হাড়াভাঙ্গ গ্রামে অভিযান চালিয়ে ঝন্টুর বাড়ি থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। অভিযানে এসআই রুহুল আমিন, জামাল হোসেন, ইব্রাহিম, সিদ্দিকুর, লোকমান হোসেন উপস্থিত ছিলেন।