গাংনীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
2

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের সিনেমাহলপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মাহাবুবুর রহমান মজনুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার সময় চৌগাছা ঈদগাহ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার অফিসার প্রীতম সাহা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মজনু গতকাল শুক্রবার বিকালে সিনেমাহলপাড়ার নিজ বাড়িতে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেন। মরহুম আব্দুস সালামের দুই মেয়ে ও নাতিনাতনীসহ অসংখ্য গুণগ্রাহী  রয়েছেন।