বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গভীর রাতে উদ্ধার রক্তাক্ত অজ্ঞাত মানষিক প্রতিবন্ধী মৃত্যুশয্যায়

২৪ ঘন্টা পার হলেও এগিয়ে আসেনি কেউ
নিউজ ডেস্ক:দামুড়হুদা থেকে গভীর রাতে উদ্ধার হওয়া রক্তাক্ত অজ্ঞাত মানষিক প্রতিবন্ধীকে দেখতে ২৪ ঘন্টা পার হলেও এগিয়ে আসেনি কেউ। হাসপাতালে ওয়ার্ডের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি তার কোনো স্বজনের। গত রোববার রাত ১২টার দিকে দামুড়হুদা থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে হাসপাতালের দায়িত্বরত সেবিকারা বলেন, ২৪ ঘন্টা পার হলেও তাকে এখানে চিকিৎসা দেয়া হচ্ছে, এখন পর্যন্ত তার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। তাই তার ঠিকানা বা পরিচয় পাওয়াও সম্ভব হয়নি। তবে মাঝে মধ্যে তাকে একটু নড়াচড়া করতে দেখা যায়। আমরা সর্বদা তার খোঁজ খবর নিচ্ছি এবং সময় মতো ওষুধ ও স্যালাইন দিচ্ছি।
হাসপাতালের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, অজ্ঞাতপরিচয় ওই যুবক মানষিক প্রতিবন্ধী বর্তমানে হাসপাতালের সার্জারি পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার শরীরে বেশ কিছু জায়গায় জখম ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার এমন অবস্থা হয়েছে। তার জ্ঞান ফিরলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।
উল্লেখ্য, গত রোববার রাত ১২টার দিকে দামুড়হুদা থানা পুলিশ টহলরত অবস্থায় দামুড়হুদা ব্রাক ব্যাংক ও ব্রিক ফ্লিডের মাঝামাঝি সড়কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular