নিউজ ডেস্ক:
লোকচক্ষুর আড়ালে প্রেম আরও গভীর হয়ে থাকে। কেন? কারণ প্রেমকে প্রকাশ্যে আনলে সমস্যা হতে পারে।
অনলাইনে প্রেমের প্রকাশ ঘটলে মানুষ আবেগ হারিয়ে ফেলে। প্রেমের লেটেস্ট আপডেটই হয়ে ওঠে প্রেম টিকিয়ে রাখার মূল রসদ। পুরো দুনিয়া প্রেমের কথা জেনে যায়। লোকের আগ্রহ ও মন্তব্য বাড়তে থাকে।
সম্পর্কের স্বতন্ত্রতা হারিয়ে যায় ধীরে ধীরে। ফ্রেন্ডলিস্টের বন্ধুরাই হয়ে ওঠে দর্শক। প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুলে কতক্ষণে পোস্ট করবে, সেটাই হয়ে ওঠে প্রধান লক্ষ্য। সেই ছবিতে গুচ্ছ গুচ্ছ কমেন্ট ও লাইকের বন্যা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে বলে তাদের বিশ্বাস। প্রেমিকাকে ভালোবাসা জানাতে তার ওয়ালে ভেসে ওঠে কোটেশনের ফোয়ারা।
সম্পর্ক প্রকাশ্যে এলে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করতে পারেন অভিভাবকরা। জানাজানি হলে, হয় তাঁরা সম্পূর্ণ বেঁকে বসেন। নয়তো বদনামের ভয়ে সময়ের আগেই ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেন। তাই সঠিক সময়ের আগে প্রেমের পরিণতি ঘটাতে চাইলে, বেশ কিছুদিন সম্পর্কটিকে মা-বাবার আড়ালেই রাখা ভালো।
তবে সবক্ষেত্রেই ব্যতিক্রম থাকে। এ ক্ষেত্রেও আছে। এমন অনেক বাবা-মা আছেন, যাঁরা ছেলেমেয়েকে প্রেম করতে সাহায্য করেন।