বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

খুলনায় বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস !

নিউজ ডেস্ক:

খুলনায় বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার বিজিবি খুলনা সেক্টর সদর দফতর প্রাঙ্গনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এর মধ্যে রয়েছে-৬৭ হাজার বোতল ফেন্সিডিল, ৫৮০ বোতল বিদেশী মদ, বিয়ার, বাংলা মদ, গাজা ও ইয়াবা। জানা যায়, ২১ বর্ডার গার্ড কর্তৃক যশোর সীমান্তে ২০১৪ সাল থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এসব মাদক জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৭ কোটি ২৮ লাখ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। খুলনা সেক্টর কমান্ডার কর্নেল এ এস এম আনিসুল হক এসময় উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular