নিউজ ডেস্ক:
খুলনা বিভাগের ১৮ লাখ ৭ হাজার ১৬২ জন শিক্ষার্থীর হাতে ২ কোটি ৪২ লাখ ৬২ হাজার ১১৭ টি নতুন বই তুলে দেওয়া হয়েছে।
রোববার খুলনায় বিভাগীয় পর্যায়ে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে এ বই বিতরণ করা হয়।খুলনা জিলা স্কুল মাঠে সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এর মধ্যদিয়ে বছরের প্রথমদিন শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই। শিক্ষার্থীরা বছরের প্রথম নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে ওঠে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা সদর থানার আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম ও জিলা স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন।