রাজধানীর খিলগাঁও থানার পাশের স’মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
লেফটেন্যান্ট কর্নেল পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আরও ২টি ইউনিট ফেরত পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’