খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের !

0
23

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সেখানে গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।

রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

এ সময় তিনি বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সেখানকার দূতাবাস খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে। লন্ডনে খালেদা জিয়া কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কার কার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন সব খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের বিকল্প কোনোদিন বিএনপি হতে পারে না। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কি করেছে, তা দেশের মানুষ জানে। এ রকম একটি লুটেরা, সন্ত্রাসী, মানুষ পোড়ানো, মানুষ হত্যাকারী দলকে ক্ষমতায় আনতে পারে না।

এছাড়াও সেই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, অসিম কুমার উকিল, আফজাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।