বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘খালেদা জিয়াকে পদ্মা সেতুর দুর্নীতির প্রমাণ দিতে হবে’

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে- এ ব্যাপারে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তার তথ্য প্রমাণ দিতে হবে। তিনি তথ্য প্রমাণ দিতে না পারলে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। নতুবা সরকার খালেদার বিরুদ্ধে মামলা করবে বলে হুঁশিয়ার করেছেন কাদের। গতকাল বিকেল ৫ টায় মিরপুর ১ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। মিথ্যাচার করে আপনি (খালেদা জিয়া) পদ্মা সেতুর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবেন না। এ প্রকল্পের ৪০ ভাগ কাজ ইতিমধ্যে শেষে হয়েছে। যথাসময়ে পদ্মা সেতুর কাজ শেষ হবে।

কাদের আরো বলেন, দলের প্রত্যেক কমিটিতে ২৫ থেকে ৩০ ভাগ মহিলা রাখতে হবে। নতুন বছরের ১০০ দিনের মধ্যে দলের ঘর গোছাতে হবে। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি এখন বড় চ্যালেঞ্জ। এমপি লিটন হত্যার ঘটনায় উগ্রবাদী শক্তিকে চরম মাশুল দিতে হবে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে দলের গণসংযোগে ওবায়দুল কাদের নিজে অংশ নিবেন বলেও তিনি জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular