শনিবার (৬ জুলাই) আসামের শিবসাগর জেলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা। রোববার (৭ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার আসামের শিবসাগর জেলার একটি বেসরকারি কলেজে এ ঘটনা ঘটে।
পরে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, শিক্ষক রাজেস বড়ুয়া ওই শিক্ষার্থীকে তার খারাপ পারফরম্যান্সের জন্য বকাঝকা করেন। এ সময় তাকে অভিভাবক নিয়ে পরের দিন কলেজে আসতে বলে তাকে ক্লাস থেকে বের করে দেন। পরের দিন ওই শিক্ষার্থী ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসেন। শিক্ষক তাকে ক্লাস থেকে চলে যেতে বলেন। কিন্তু হঠাৎ করে ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর ঝাপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসায় শিক্ষক তাকে স্বাভাবিকভাবেই বলেছিলেন ক্লাস থেকে বেরিয়ে যেতে। কিন্তু ওই শিক্ষার্থী কথা শুনছিলেন না। এতে শিক্ষক রাজেশ তার ওপর চিৎকার করেন। এ সময় শিক্ষার্থী একটি ছুরি বের করে এবং শিক্ষকের মাথায় ও শরীরে আঘাত করে। এক পর্যায়ে আহত শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। তবে সে যে সঙ্গে ছুরি নিয়ে ক্লাসে এসেছিল, তা তারা কেউই জানত না।
হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক রাজেশ বড়ুয়ার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।