শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ক্রিপ্টোর প্রচারণা চালিয়ে অভিশংসনের মুখে আর্জেন্টিনা প্রেসিডেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিপ্টো কারেন্সির প্রচারণা চালানোর কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই অভিশংসনের মুখোমুখি হচ্ছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক্সে লিবরা নামের ক্রিপ্টো কারেন্সি কিনতে উৎসাহ দিয়ে একটি পোস্ট করেন প্রেসিডেন্ট। পোস্টে দাবি করেন, এই কারেন্সি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করবে।

তবে কয়েক ঘণ্টার মাথায় সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি। এরমধ্যেই দরপতন ঘটে লিবরার। এতে ক্রেতারা ক্ষতির মুখোমুখি হয়েছেন।

এ অবস্থায় দেশটির ফৌজদারি আদালতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। একই সঙ্গে তার অভিশংসনের প্রক্রিয়া শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন কংগ্রেসের বিরোধী দলীয় কয়েকজন সদস্য।

এদিকে চলতি বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সির বাজারে বিপুল আশাবাদ দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে দরপতনের মুখে পড়েছে ভার্চুয়াল এই মুদ্রা। জনপ্রিয় মুদ্রা বিটকয়েন, ইথার কিংবা বাইন্যান্সের ধারবাহিক দরপতনে শঙ্কার মুখে পড়েছেন এই বাজারের বিনিয়োগকারীরা। মার্কিন বাজার গবেষণা সংস্থা-ট্রেডিং ইকোনোমিকসের পূর্বাভাস বলছে, বছরের শেষ প্রান্তিকে নিম্নমুখী থাকবে এসব মুদ্রার দাম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular