মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে, হন্ডুরাসের উত্তর অংশে। এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর ক্যারিবিয়ান সাগর ও হন্ডুরাসের উত্তর উপকূলে সুনামির আশঙ্কা রয়েছে। পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জেও সতর্কতা জারি করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

ক্যারিবীয় অঞ্চলে এটি প্রথম শক্তিশালী ভূমিকম্প নয়। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবীয় সাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এছাড়া, ২০১৮ সালের জানুয়ারিতেও ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়, যার ফলে পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular