নিউজ ডেস্ক:
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বিচারপতির অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি ।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি তার পত্রে লিখেছেন তিনি ক্যান্সার ও নানাবিধ রোগে আক্রান্ত। সেগুলো সম্পূর্ণ সারেনি। উনি বলেছেন, ওনার বিশ্রামের প্রয়োজন। সেজন্য উনি এক মাসের ছুটি নিয়েছেন। এখন নিয়মটা কী, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি নিজের ছুটি নিজে নেন। এটা কারও কাছ থেকে অ্যাপ্রুভ করার প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু তিনি ছুটিতে যাবেন, ছুটিতে থাকাকালীন আরেকজন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। সে কারণে তিনি মহামান্য রাষ্ট্রপতিকে তার ছুটির ব্যাপারে অবগত করেন।
রাষ্ট্রপতির কাছে যে পত্র দেয়া হয় সেটা আইন মন্ত্রণালয় থেকে প্রসেস হয়ে প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির দফতরে যায়। সেক্ষেত্রে তিনি আমাদের অবহিত করেছেন।
আইনমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন, আমরা প্রধান বিচারপতিকে বিশ্বাস করি। তিনি বলেছেন, তিনি অসুস্থ, এর ওপর আমি কোনো প্রশ্ন করতে রাজি না। তিনি আমাদের যেভাবে বলেছেন… ঠিক সেইভাবে… যেহেতু সুপ্রিম কোর্টটা চলতে হবে এবং সংবিধানে যে প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী একজন অ্যাকটিং চিফ জাস্টিস থাকবেন। চাপের মুখে প্রধান বিচারপতি ছুটিতে গেছেন- ওনাদের এই বক্তব্য ভিত্তিহীন। এটার কোনো প্রমাণ নেই।